প্রকাশিত: Sun, Dec 24, 2023 9:05 PM
আপডেট: Mon, Jan 26, 2026 2:16 AM

[১]উত্তরবঙ্গ বিভিন্নভাবে বৈষম্য ও বঞ্চনার শিকার: জিএম কাদের

মোস্তাফিজুর বাবুলু, রংপুর : [২]  জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের বলেন, আমাদের জাতীয় পার্টি মোটামুটি একটা উত্তরবঙ্গের দল। হয়ত সেই কারণেও বিভিন্নভাবে বঞ্ছনার শিকার। রংপুর সিটি কর্পোরেশন আয়তনের দিক থেকে বিশাল। কিন্তু এখানে বরাদ্দ খুব সামান্য দেওয়া হয়। সিটি মেয়র মোস্তফা (মোস্তাফিজার রহমান মোস্তফা) পর পর দুইবার বিপুল ভোটে নির্বাচিত হলেও তাকে সাধারণভাবে কোনো পদমর্যাদা দেওয়া হয়নি। 

[৩] রোববার রংপুর চেম্বার ভবনে ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

[৪] জাপা চেয়ারম্যান বলেন,রংপুর শহরের জলাবদ্ধতা নিরসন এখন বড় সমস্যা। অল্প বৃষ্টি হলেই শহরে পানি জমে যায়। পয়োনিষ্কাশনের জন্য শ্যামাসুন্দরী খালকে যেমন খনন করা দরকার, তেমনি আরও কিছু খালের ব্যবস্থা করা দরকার।

[৫] তিনি আরো বলেন, রংপুরে শিল্পায়ন দরকার। শিল্প-কলকারখানা না হলে এখানে গ্যাস আসবে না। সরকার এখন বাড়ি বাড়ি গ্যাস দেওয়ার জন্য প্রাকৃতিক গ্যাসের সংযোগ দেবে না। এটা আর লাভজনকও নয়। সরকার এখন শিল্প-কলকারখানায় গ্যাস দেবে। কাজেই রংপুরে যখন শিল্প-কলকারখানা গড়ে উঠবে, তখন সরকার নিজের থেকেই দেবে। আমরা রংপুরে শিল্পায়ন ও শিল্পাঞ্চল গড়ে তোলার জন্য চেষ্টা করবো। 

[৬] এ সময় নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বীদের মধ্যে তৃতীয় লিঙ্গের স্বতন্ত্র প্রার্থীর (আনোয়ারা ইসলাম রানী) মঙ্গল কামনা করে বলেন, আমি মনে করে উনার (তৃতীয় লিঙ্গের প্রার্থী) আরও উত্তরোত্তর মঙ্গল হোক। আমি উনার ভালো কামনা করি। আমার যদি সুযোগ থাকত আমি উনাকে প্রমোট করতাম। সম্পাদনা : মুরাদ হাসান